২৬ বছর রাজত্ব করে না ফেরার দেশে রাজা

২৬ বছর রাজত্ব করে না ফেরার দেশে রাজা,   রবিবার গভীর রাতে মৃত্যু হল রাজার

/ Updated: Jul 12 2022, 08:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০০৮ সালে ১১ বছর বয়সে  দক্ষিণ খয়েরবাড়ি উদ্ধার কেন্দ্রে প্রথম পা রাখে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি | একটি কুমিরের সঙ্গে জায়গা দখলের লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তখন | প্রাণপণ সেবা-শুশ্রূষা করে তাকে সেবার বাঁচিয়ে তুলেছিলেন পশু চিকিৎসক ও অন্যান্য বনকর্মীরা | তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর, চলতি বছরেই ২৬-এ পা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটি | চেহারা থেকে হাবভাব, সবেতেই ছিল তার রাজকীয় ভাব, তাই ভালবেসে নাম রাখা হয়েছিল রাজা | মাদারিহাট সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে দিনভর শোনা যেত তার গর্জন | রবিবার গভীর রাতে মৃত্যু হল রাজার | তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক