২৬ বছর রাজত্ব করে না ফেরার দেশে রাজা
২৬ বছর রাজত্ব করে না ফেরার দেশে রাজা, রবিবার গভীর রাতে মৃত্যু হল রাজার
২০০৮ সালে ১১ বছর বয়সে দক্ষিণ খয়েরবাড়ি উদ্ধার কেন্দ্রে প্রথম পা রাখে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি | একটি কুমিরের সঙ্গে জায়গা দখলের লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তখন | প্রাণপণ সেবা-শুশ্রূষা করে তাকে সেবার বাঁচিয়ে তুলেছিলেন পশু চিকিৎসক ও অন্যান্য বনকর্মীরা | তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর, চলতি বছরেই ২৬-এ পা দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটি | চেহারা থেকে হাবভাব, সবেতেই ছিল তার রাজকীয় ভাব, তাই ভালবেসে নাম রাখা হয়েছিল রাজা | মাদারিহাট সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে দিনভর শোনা যেত তার গর্জন | রবিবার গভীর রাতে মৃত্যু হল রাজার | তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক