স্টেশন সংলগ্ন বস্তিতে পুলিশের হানা, টাকা চাওয়ার অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে
- স্টেশনের অন্তর্গত বস্তির ঘর ভাঙল রেল পুলিশ
- দাসনগর স্টেশনের পাশের বস্তিতে ঘটে এই ঘটনা
- রেলের তরফ থেকে টাকা চাওয়া হচ্ছে
- অভিযোগ তুলেছেন এলাকার মানুষজন
- পরে তারা আন্দলন করলে পুলিশ চলে যায়
হাওড়া দাসনগর থানার অন্তর্গত দাসনগর স্টেশনের পাশে বালির গোলা অঞ্চলের বস্তিতে বেশ কয়েকটি ঘর ভেঙে দেয় রেল পুলিশ। এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয় এলাকার মানুষজন। অভিযোগ, রেলের তরফ থেকে টাকা চাওয়া হচ্ছে ওখানে থাকার জন্য। তা না হলে বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়েছে। শুক্রবার সকালে বস্তির বেশ কিছু ঘর বাড়ি ভেঙে দেয় পুলিশ সেই সঙ্গেই হুঁশিয়ারিও দিয়েছে রেলের অধিকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র পরিষদ বিভাস হাজরা মহাশয় ও স্থানীয় পৌর পিতা সুব্রত পোল্লে।