এখন ইউক্রেনে আটকে ছেলে, চিন্তায় ঘুম উড়েছে মা-বাবার

ক্রমশ ভয়াবহ পরিস্থিতি হচ্ছে ইউক্রেনে। সেখানে এখনও আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। সেখানকারই মেডিক্যাল কলেজের ছাত্র মাসুম হামিদ পারভেজ। মলদহের হরিশচন্দ্রপুরের বাসিন্দা মাসুম হামিদ পারভেজ। মাসুম কিভ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। মাসুম এখনও ইউক্রেনেই আটকে রয়েছে, জানাচ্ছে তাঁর পরিবার।

/ Updated: Mar 05 2022, 03:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্রমশ ভয়াবহ পরিস্থিতি হচ্ছে ইউক্রেনে। ইতিমধ্যেই সেখান থেকে ভারতে এসেছে বহু পড়ুয়া। সেখানে এখনও আটকে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা পাড়া মজ্জিড পাড়ার বাসিন্দা মাসুম হামিদ পারভেজ। এই মুহূর্তে তিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন। মাসুম এমবিএসের চতুর্থ বর্ষের ছাত্র। বাবা মোহাম্মদ মমিনউদ্দীন স্থানীয় একটি হাইস্কুলের শিক্ষক। মা হামেদা খাতুন গৃহবধূ। মাসুমের জন্য এখন দুশ্চিন্তায় সকলেই। তাদের বাড়ির ছেলে যাতে ঠিক ঠাক ভাবে বাড়ি ফিরে আসে সেই জন্য পথ চেয়ে রয়েছে বাবা-মা। ফোনে প্রত্যেকদিন কথা হলেও কিছু দিন ঠিকঠাক ভাবে কথা হচ্ছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মাসুম তার বন্ধুদের সঙ্গে হোস্টেলের একটি বাঙ্কারে আশ্রয় নেয়। খাবারদাবার বলতে সঙ্গে থাকা ফল এবং বিস্কুট। তাও শেষ হয়ে গিয়েছে কয়েকদিনে। নেটওয়ার্ক সমস্যার কারণে কয়েকদিন ধরে মাসুমের সঙ্গে ঠিক করে কথা বলতে পারছে না তার বাবা-মা। ফেরার জন্য সে কিছু ব্যবস্থা করতে পেরেছে কি না সেই বিষয়েও বুঝতে পারছে না বাড়ির লোক। অন্যদিকে সময়ের সঙ্গে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে। তাই ছেলের চিন্তায় এখন ঘুম উড়েছে মা-বাবার।