ইউক্রেনে ছেলে, চিন্তায় কান্নায় ভেঙে পড়লেন মা
ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে ভারতের বহু পড়ুয়া। ইউক্রেনেই আটকে রয়েছে ধূপগুড়ির আশিস বিশ্বাস। সেখানে বাঙ্কারে এখন দিন কাটছে। বাইরে থেকে ভেসে বিস্ফোরণের শব্দ।
ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। সেখানেই আটকে রয়েছে ভারতের বহু পড়ুয়া। ইউক্রেনেই আটকে রয়েছে ধূপগুড়ির আশিস বিশ্বাস। সেখানে বাঙ্কারে এখন দিন কাটছে। বাইরে থেকে ভেসে বিস্ফোরণের শব্দ। আতঙ্কে দিন কাটছে সেখানে এখন তাঁদের। তাঁর সঙ্গে সেখানে বন্দি দশায় দিন কাটছে আরও অনেকেরই। তাঁদের বাঁচানোর জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা। ভিডিও করে সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। ছেলের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন আশিসের মা। প্রসঙ্গত, প্রচুর ভারতের নাগরিক ইউক্রেনে আটকে রয়েছে। তেমনভাবেই ধুপগুড়ি ব্লকের গাদং-এর কাজী পাড়ার বাসিন্দা আশিস বিশ্বাস ইউক্রেনের খারকিভ এলাকায় রয়েছে। বছর চারেক আগে ইউক্রেনের উদ্দেশে পাড়ি দেয় ধুপগুড়ির এই ছাত্র। মেডিকেল কলেজে ভর্তি হয় সে। কে জানতো ভাগ্যের এই পরিহাস, বাংকারের নিচে রাত্রি যাপন করতে হবে আশিস বিশ্বাসের। তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি, খাবারের সঙ্গে সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। তার ওপর একের পর এক বোমা বিস্ফোরণের আওয়াজ। নিজেকে ঠিক ভাবে ধরে রাখতে পারছে না ধুপগুড়ির ওই ছাত্র। এই দিকে পরিবারের অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক। ভেঙে পড়েছেন পরিবারের সকলে। শনিবার ধুপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার ওই পরিবারের সঙ্গে দেখা করেন।