পোড়ামা মন্দিরে ভিড় ছাত্র-ছাত্রীদের, পঞ্চমী তিথিতে সরস্বতী ধ্যানেই পুজিত হন মা
- সারা বছর দক্ষিণা কালীর মন্ত্রে পুজিত হন পোড়ামা
- সরস্বতী পুজোতে এই পুজোয়া দেখা যায় নতুনত্ব
- মা সেদিন সরস্বতী ধ্যানে পুজিত হন
- হাতিখড়ি থেকে সরস্বতী পুজোর অঞ্জলি
- পঞ্চমী তিথিতে এই সব কিছুই হয় সেখানে
সারা বছর দক্ষিণা কালী মন্ত্রে পুজিত হন নবদ্বীপের পোড়ামা। তবে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর ধ্যানেই পূজিত হন তিনি। নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় মা পোড়ামার মন্দির। সেখানকার গ্রাম্যদেবী হিসাবেই তিনি সেখানে পুজিত হন। তবে শুক্ল পঞ্চমী তিথিতে সকাল থেকে তিনি নীল সরস্বতী হিসাবে পুজিত হন। ভোর থেকেই সেখানে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক এমনকি প্রবীণ নাগরিকরাও অঞ্জলি দিতে হাজির হন। এবছড়াও তার অন্যথা হয়নি। অনেকেই আবার সেখানেই তাঁদের সন্তানদের হাতেখড়ি দেওয়ার জন্য মন্দিরে নিয়ে আসেন।