যোগীর এনকাউন্টার ফর্মুলা এবার বাংলায়, হুঁশিয়ারি সায়ন্তন, দেখুন ভিডিও

  • বাংলাতেও চালু হবে এনকাউন্টার ফর্মুলা
  • হুমকি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু
  • উত্তর প্রদেশের কায়দাতেই করা হবে এনকাউন্টার
  • বসিরহাটের সভায় হুমকি

/ Updated: Jun 24 2019, 06:00 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিমবঙ্গেও উত্তর প্রদেশের এনকাউন্টার ফর্মুলা প্রয়োগ করার হুমকি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এ দিন বসিরহাটে একটি সভা থেকে এমনই হুমকি দেন বিজেপি-র এই নেতা। তাঁর অভিযোগ, তৃণমূলের হাতে যে বিজেপি নেতা, কর্মীরা খুন হচ্ছে, তাদের গ্রেফতার করছে না পুলিশ। তিনি দাবি করেন, কয়েকমাসের মধ্যেই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এরাজ্যে ক্ষমতায় এসেই উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার চালু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হবে বলেও দাবি করেন সায়ন্তন। হুঁশিয়ারির সুরে তিনি বলেন,  'উত্তর প্রদেশে যোগীজি পুলিশকে বলেছে, অপরাধীরা গ্রেফতার না হলে একেবারে এনকাউন্টার করে দেও। পশ্চিমবঙ্গেও এই ফর্মুলা আমরা প্রয়োগ করব। অপরাধীদের কোনও ক্ষমা নয়।'

সায়ন্তনের অভিযোগ, সন্দেশখালিতে খুন হওয়া বিজেপি নেতাদের হত্যাকারীদের নাম বার বার পুলিশকে বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও লোকসভা ভোটে প্রার্থী হয়েও দুষ্কৃতীদের বুকে গুলি করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিদান দিয়েছিলেন সায়ন্তন।