Kalipuja 2022 : চিনা টুনি বাদ দিয়ে মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে অভিনব উদ্যোগ স্কুল পড়ুয়ার

মাটির প্রদীপের সঙ্গে এখন জোর লড়াই চিনা টুনি বাল্বের । এই অবস্থায় মাটির প্রদীপ আর মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়ে এক অভিনব উদ্যোগ নিলেন মালদার স্কুল পড়ুয়া। 

/ Updated: Oct 23 2022, 09:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীপাবলিতে হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ। বদলের জায়গা করে নিচ্ছে চীনের বাজারে তৈরি হওয়া টুনি বাল্ব | কিন্তু একটা সময় গ্রাম বাংলার ঘরে ঘরে আলোর উৎসবে মাটির প্রদীপ দিয়ে সাজানো হতো | সেই হারিয়ে যাওয়া মাটির প্রদীপ ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিলেন এক পড়ুয়া | অংশুমান চক্রবর্তী নামে পঞ্চম শ্রেণীতে পড়া ওই পড়ুয়া মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে এলাকার মৃৎ-শিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ কিনে এনে সেগুলিকে রং করে | তার উপর নিপুন দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিভিন্ন নকশা | তার এই কাজে তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে তার মা হেমলতা চক্রবর্তী।ভবিষ্যতে ইচ্ছে ভারতীয় সেনাতে যাওয়ার |