Kalipuja 2022 : চিনা টুনি বাদ দিয়ে মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে অভিনব উদ্যোগ স্কুল পড়ুয়ার

মাটির প্রদীপের সঙ্গে এখন জোর লড়াই চিনা টুনি বাল্বের । এই অবস্থায় মাটির প্রদীপ আর মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়ে এক অভিনব উদ্যোগ নিলেন মালদার স্কুল পড়ুয়া। 

Share this Video

দীপাবলিতে হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ। বদলের জায়গা করে নিচ্ছে চীনের বাজারে তৈরি হওয়া টুনি বাল্ব | কিন্তু একটা সময় গ্রাম বাংলার ঘরে ঘরে আলোর উৎসবে মাটির প্রদীপ দিয়ে সাজানো হতো | সেই হারিয়ে যাওয়া মাটির প্রদীপ ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিলেন এক পড়ুয়া | অংশুমান চক্রবর্তী নামে পঞ্চম শ্রেণীতে পড়া ওই পড়ুয়া মাটির প্রদীপের ব্যবহার বাড়াতে এলাকার মৃৎ-শিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ কিনে এনে সেগুলিকে রং করে | তার উপর নিপুন দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে বিভিন্ন নকশা | তার এই কাজে তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে তার মা হেমলতা চক্রবর্তী।ভবিষ্যতে ইচ্ছে ভারতীয় সেনাতে যাওয়ার | 

Related Video