নবান্ন অভিযানের পুনরাবৃত্তি উত্তরকন্যা অভিযানে, ফের বিজেপির পথে বাধা পুলিশের
- নবান্ন অভিযানের পর এবার উত্তরকন্যা অভিযান
- সেই পথেও বাধা পেলেন বিজেপি সমর্থকরা
- আর এই উত্তরকন্যা অভিযান ঘিরে ১৪৪ ধারা জারি
- সেখানে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনীও
নবান্ন অভিযানের পর এবার উত্তরকন্যা অভিযানের পথেও বাধা পেলেন বিজেপি সমর্থকরা। শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের উত্তর কন্যার কাছে ফুলবাড়ীতে পুলিশের ব্যারিকেড দেখাতে পাওয়া গেল। অভিযানে যোগ দিতে শিলিগুড়িতে পৌঁছায় বিজেপির শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির শীর্ষ নেতারা। আর এই অভিযানের পথেই বাধা পুলিশের। উত্তরকন্যা অভিযানে যোগ দিতে শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে গেস্ট হাউসে যাওয়ার পথেই তারও গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষের। পরে পায়ে হেটে কর্মসূচি যোগদান করতে যান দীলিপ ঘোষ। এই অভিযান ঘিরেই ১৪৪ ধারা সেখানে। সেই সঙ্গেই সেখানে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।