কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে কী জানালেন পুলিশ কমিশনার, দেখে নিন

পানিহাটির কাউন্সিলার খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার রাতেই এই ঘটনায় ধৃত গ্রেফতারও হন। ঘটনার পর রবিবার ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার। কেনও ওই ব্যক্তি খুন করেছেন, তা জানা যায়নি।

/ Updated: Mar 14 2022, 08:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পানিহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় গ্রেফতার অমিত পন্ডিত। বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান আমরা সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া মাত্রই অপরাধূকে কে চিহ্নিত করে এলাকার  চারিদিকে তল্লাশি চালাতে শুরু করা হয়। অপরাধী পালাতে না পেরে স্থানীয় একটি ঝোপে পোশাক বদল করে লুকিয়ে থাকে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বৈঠক থেকে অপরাধী অমিত পন্ডিতকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল থেকে ফোনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ সকালে একটি মোবাইল ও একটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। অমিত পন্ডিত নদিয়া জেলার হরিণঘাটার বাসিন্দা। গত ডিসেম্বর মাসে হরিনঘাটা থানা এলাকায় গুলি চলানোর ঘটনায় মূল ফেরার অপরাধী।  আজ তাকে বারাকপুর আদালতে হাজির করা হবে। আদালত থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালানো হবে। এখনো পর্যন্ত খুনের কারণ জানা যায়নি।