কোশির দাপটে সংকটে পড়েছে একাধিক গ্রাম, কয়েকটি গ্রাম নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা

বর্ষা এলেই ভাঙন গঙ্গায়। কোশি নদীতে ব্যাপক ভাঙ্গন, আতঙ্কে মালদহের রতুয়ার মহানন্দাটোলা, বিলাইমারি ও মানিকচকের ভূতনি এলাকাবাসীরা। মালদায় গঙ্গার ভাঙনে সর্বস্ব খুইয়েছেন বহু পরিবার। কোশির দাপটে রাতের ঘুম উড়েছে সংলগ্ন এলাকাবাসীর। গত ৩-৪ দিন ধরে কোশির দাপটে সংকটে পড়েছে একাধিক গ্রাম।  ৩-৪ দিনের মধ্যে কয়েকটি গ্রাম নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, দাবী প্রধান ও এলাকাবাসীদের। 

/ Updated: Aug 24 2022, 06:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বর্ষা এলেই ভাঙন গঙ্গায়। কোশি নদীতে ব্যাপক ভাঙ্গন, আতঙ্কে মালদহের রতুয়ার মহানন্দাটোলা, বিলাইমারি ও মানিকচকের ভূতনি এলাকাবাসীরা। মালদায় গঙ্গার ভাঙনে সর্বস্ব খুইয়েছেন বহু পরিবার। কোশির দাপটে রাতের ঘুম উড়েছে সংলগ্ন এলাকাবাসীর। গত ৩-৪ দিন ধরে কোশির দাপটে সংকটে পড়েছে একাধিক গ্রাম।  ৩-৪ দিনের মধ্যে কয়েকটি গ্রাম নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, দাবী প্রধান ও এলাকাবাসীদের।