বিশ্বভারতীতে ছাত্র পেটানোর ঘটনার লজ্জার, তদন্ত চান শীর্ষেন্দু, দেখুন ভিডিও
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত দুই ছাত্র
- বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা
- বুধবার হস্টেলে ঢুকে দুই ছাত্রকে পেটানো হয় বলে অভিযোগ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হস্টেলে ঢুকে হামলার ঘটনাকে লজ্জাজনক এবং উদ্বেগজনক বলে নিন্দা করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একই সঙ্গে ঘটনার তদন্ত করে প্রকৃত সত্য সামনে আসা উচিত বলে মনে করেন তিনি। বিশ্বভারতীর মতো স্পর্শকাতর জায়গার মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে। এটা একটা ভাল সঙ্কেত নয়। তদন্ত করে আসল ঘটনা কী, সেটা সামনে আসা উচিত। তদন্তের পরে শাস্তিও হয়তো দেওয়া হবে, কিন্তু কেন এমন হামলা হবে সেটাই উদ্বেগজনক। এর পাশাপাশি যে বিশিষ্টজনরা এনআরসি এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদ করেছেন, তাঁদেরকেও সমর্থন করেন প্রবীণ এই সাহিত্যিক।
বিজেপি-র রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্তর বক্তৃতা চলাকালীন বিক্ষোভকারী দুই ছাত্রকে গত বুধবার গভীর রাতে বিশ্বভারতীর হস্টেলে ঢুকে এবিভিপি-র সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। অনেকটা দিল্লির জেএনইউ-এর কায়দায় রড, উইকেট নিয়ে স্বপ্ননীল মুখোপাধ্যায় এবং দেবব্রত নাথকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্ব তিন সদস্য়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।