শিলিগুড়িকে আলাদা জেলা করার দাবিতে শিলিগুড়ি নগর কংগ্রেস
শিলিগুড়িকে আলাদা জেলা করার দাবি তুলে পথে নামলো শিলিগুড়ি নগর কংগ্রেস, জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন |
শিলিগুড়িকে আলাদা জেলা করার দাবি তুলে পথে নামলো শিলিগুড়ি নগর কংগ্রেস | বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়িতে হাসমি চক থেকে এই মিছিল শুরু হয় | জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন | রাজ্যে ইতিমধ্যে ৭ টি নতুন জেলা করা হলেও শিলিগুড়িকে নতুন জেলা করা হয়নি | কিন্তু শিলিগুড়িকে জেলা করার দাবি দীর্ঘ পুরনো