ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন এই বাড়ির পুজোয়, সেখানেই আজও ব্রাত্য মহিলারা

  • পূর্ব বর্ধমানের জামালপুরের সিংহ রায় বাড়ির পুজো
  • পুজোয় পার্দার আড়ালেই থাকতে হয় মহিলাদের 

/ Updated: Sep 28 2019, 08:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘির সিংহরায় জমিদার বাড়ি। একসময় এই বাড়িতেই সত্যজিৎ রায় 'ঘরে বাইরে' ছবির শ্যুটিং করেছিলেন। ঐতিহ্যের ছাপ এখনও জমিদার বাড়ির সর্বত্র।  প্রায় একশো বিঘা জমি জুড়ে রয়েছে জমিদারদের বাগান বাড়ি । যার কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে জমিদারি রাজত্বের নানা নিদর্শন । ঐতিহ্য পরম্পরা মেনে এই বাগানবাটির  সুবিশাল মন্দিরে সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। একসময়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি দুর্গা পুজোয় এসে থাকতেন এই বাগান বাড়িতে। জমিদারি রাজত্ব আর নেই। তবে জমিদারি আভিজাত্যের গড়িমা  অটুট রেখেছেন চকদিঘির জমিদার সারদপ্রসাদ সিংহরায়ের উত্তরসূরীরা।