চলছে অস্ত্রোপচার, ডাক্তারদের গান শোনাচ্ছে ছ' বছরের খুদে, দেখুন ভাইরাল ভিডিও

  • সিউড়ির বাসিন্দা অনন্য চক্রবর্তী
  • ফাইমোসিসে আক্রান্ত হয় অনন্য
  • হাসপাতালে অস্ত্রোপচারের সময় গান গাইতে বলেন চিকিৎসক
  • পর পর গান শোনায় খুদে রোগী

/ Updated: Sep 14 2019, 06:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অনন্য চক্রবর্তী। বয়স মাত্র ছ' বছর। সিউড়ি শহরের পাইকপাড়ার বাসিন্দা অনন্য মাস কয়েক ধরে ফাইমোসিস রোগে ভুগছিল। চিকিৎসককে দেখানোও হয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া রোগ নিরাময় সম্ভব নয় বলেই জানিয়ে দেন চিকিৎসক দীপক কুমার মুখোপাধ্যায়। ছেলে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, তার জন্য চিকিৎসকের পরামর্শেই ভরসা রাখেন অনন্যর বাবা- মা। সেই মতোই চারদিন আগে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অনন্যকে। সেখানেই তার অস্ত্রোপচার হয়। 

সম্পূর্ণ সংজ্ঞাহীন না করে শরীরের একটি অংশ অবশ করে শিশুটির অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শুরু হতেই শিশুটির ভয় কাটাতে সে গান জানে কি না জিজ্ঞেস করেন চিকিৎসক। একটুও না ঘাবড়ে অনন্য গান গাইতে শুরু করে। তখন তার চোখও ঢেকে রাখা হয়েছিল। প্রথমেই সে 'টিপটাপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পড়ছে তো পড়ছে গানটি ধরে।' খুদে রোগীর গলা ছেড়ে গান আর মনের জোরে ততক্ষণে অপারেশন থিয়েটারের গুরুগম্ভীর পরিবেশও বদলে গিয়েছে। অনন্যর এই কীর্তি ক্যামেরাবন্দি করতে ভোলেননি অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক এবং নার্সরা। সেই ভিডিও-ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।