ভিতরে সাপ, বাইরে পড়ুয়ারা, মেটেলির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আতঙ্ক, দেখুন ভিডিও
- জলপাইগুড়ির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাপের আতঙ্ক
- কোনওক্রমে রক্ষা পেল পড়ুয়ারা
সকালবেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার প্রস্তুতি চলছি। রান্নার কাঠ বের করার সময় হঠাৎই ভিতর থেকে বেরিয়ে আসে একটি বিশালাকার সাপ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়ে তখন দিশেহারা অবস্থা তিন কর্মীর। শেষ পর্যন্ত কোনওক্রমে শিশুদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। ভিতরেই থেকে যায় সাপটি। সোমবার সকালে এমনই ঘটনায় আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ির মেটেলি ব্লকের টিলাবাড়ি ওজন লাইন অঙ্গনওয়ারী কেন্দ্রে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। সর্পপ্রেমী সইদ নইম বাবুন নামে এক যুবক এসে সাপটিকে ধরেন। তিনি জানান, এটি পঙ্খীরাজ প্রজাতির বিষধর সাপ। ওই অঙ্গওয়াড়ি কেন্দ্রটি গরুমারা অভয়ারণ্যের লাগোয়া হওয়ায় সেখান থেকেই সাপটি বেরিয়ে এসে ওই কেন্দ্রে প্রবেশ করে বলেই মনে করছেন স্থানীয়রা। বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপের আতঙ্কে এ দিন শুধু ডিম সেদ্ধ আর ভাত রান্না হয় পড়ুয়াদের জন্য।