Snowfall in North Bengal: নামল পারদ, বরফের চাদরে ঢাকল শৈলশহর

ধবার সকাল থেকেই পারদ নামে উত্তরবঙ্গে। সকাল থেকেই মেঘে ঢেকেছিল সেখানকার আকাশ। দার্জিলিং-এর টাইগার হিলে সকাল থেকেই শুরু হয় তুষারপাত। সেখানকার রাস্তাঘাট ঢাকে বরফের চাদরে। 

/ Updated: Dec 29 2021, 02:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীতকালে অনেকেই বরফ দেখতে পাহাড়ে ছুটে যান। আর এই শীতের মাঝেই এবার তুষারপাত পাহাড়ে। বুধবার সকাল থেকেই পারদ নামে উত্তরবঙ্গে। সকাল থেকেই মেঘে ঢেকেছিল সেখানকার আকাশ। দার্জিলিং-এর টাইগার হিলে সকাল থেকেই শুরু হয় তুষারপাত। সেখানকার রাস্তাঘাট ঢাকে বরফের চাদরে। অন্যদিকে গ্যাংটকেও এদিন তুষারপাত হয়। গ্যাংটকের এদিনের সর্বনীম্ন তাপমাত্রা ছিল -৩.১ ডিগ্রি। এর আগে ১৯৮৫ সালের ২৮ ডিসেম্বর এই ধরণের পারাপতন দেখা গিয়েছিল গ্যাংটকে।  প্রসঙ্গত, বড়দিনের আগেই তুষারপাত দেখা গিয়েছিল কালিম্পংয়ে। সেটাই মরসুমের প্রথম তুষারপাত ছিল কালিম্পংয়ে। আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়, তারপরেই শুরু হয় তুষারপাত। তার কিছুক্ষণ পরেই সেখানে শুরু হয় তুষারপাত। আর তুষারপাত শুরু হতেই দারুণ খুশির আমেজ দেখাযায় কালিম্পংয়ে। প্রতি বছর মোটামুটি ডিসেম্বরের শেষে তুষারপাত হয় কালিম্পংয়ে। কিন্তু এই বছর, তার আগেই সেখানে হয় তুষারপাত। এবার নিউ ইয়ারের আগেও তুষারপাত দেখা গেল টাইগার হিলে এবং গ্যাংটকে।