Crack in Railway track: রেললাইনে ফাটল, একটুর জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

অল্পের জন্য রক্ষা পেল আপ সোনারপুর-ক্যানিং লোকাল। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশানের মাঝে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। সেই সময় ক্যানিং থেকে সোনারপুরের উদ্দেশে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। 

/ Updated: Dec 13 2021, 11:40 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অল্পের জন্য রক্ষা পেল আপ সোনারপুর-ক্যানিং লোকাল। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশানের মাঝে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। সেই সময় ক্যানিং থেকে সোনারপুরের উদ্দেশে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। এলাকার মানুষরাই লাইনের উপর দাঁড়িয়ে হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান। চালক ও গার্ড নেমে দেখেন রেল লাইনে ফাটল রয়েছে। এরপরই রেল দফতরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। তাঁরা গিয়ে লাইনের ফাটল মেরামতির কাজ শুরু করেন। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ ক্যানিং-সোনারপুর লোকালের যাত্রীরা। প্রসঙ্গত, সপ্তাহের প্রথম দিনেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সোনারপুর-ক্যানিং লোকাল। সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে থাকা রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। ঠিক সেই সময় ওই লাইন ধরে ক্যানিং থেকে সোনারপুরের দিকে আসছিল একটি ট্রেন। এরপর লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান স্থানীয় বাসিন্দারা। তারপর  শুরু হয় লাইন মেরামতির কাজ।