বিপক্ষ দল বেছে নিয়েছেন স্ত্রী, সেই শোকেই কান্নায় ভেঙে পড়লেন সৌমিত্র

  • বিজেপি নয় তৃণমূল বেছে নিয়েছেন সুজাতা
  • বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ মানতে পারছেন না সেই কথাই
  • ৩ মাস ধরে স্ত্রী-র সঙ্গে মন কষাকষি চলছিল তাঁর
  • তা থেকেই যে এমনটা হবে মেনে নিতে পারছেন না সৌমিত্র 
  • এই কথা জানাতে গিয়েই চোখে জল বিধায়কের
/ Updated: Dec 21 2020, 09:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সুজাতার সিদ্ধান্তে হতাশ সৌমিত্র খাঁ। ৩ মাস ধরে স্ত্রী-র সঙ্গে মন কষাকষি চলছিল। কিন্তু সুজাতা এমন সিদ্ধান্ত নেবেন বুঝতে পারেননি তিনি। সাংবাদিক সম্মেলনে বললেন সৌমিত্র খাঁ। ১০ বছর ধরে তাঁদের দাম্পত্য, বললেন সৌমিত্র। তাঁর সাংসদ পদে জয়ে সুজাতার অবদান রয়েছে। সাংবাদিক সম্মেলনে বলতে বলতে সৌমিত্র-র চোখে জল। সুজাতা যা করেছেন তা স্বামীর জন্য, বললেন সৌমিত্র। এই অবদানের জন্য দলের কাছে উচ্চাকাঙ্খা পোষণ ঠিক নয়। সাংবাদিক সম্মেলনে বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল ছাড়ার পর তাঁর নামে ৩৬টি মামলা হয়েছে। সুজাতার প্রসঙ্গে বললেন সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেস তাঁকে এবং সুজাতাকে শেষ করার চেষ্টা করেছিল। সেই তৃণমূলে কেন সুজাতা পা বাড়ালেন, প্রশ্ন সৌমিত্র-র। সৌমিত্র-র স্ত্রী হওয়ায়া সুজাতার চাকরি কেড়ে নেওয়া হয়েছিল। চাকরি কেড়ে নিয়েছিল তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র-র। সুজাতার হীনমন্যতা দূর করতে প্রতি মাসে ৭০ হাজার টাকা অ্যাকাউন্টে। সুজাতার অ্যাকাউন্টে জমা করতেন তিনি, দাবি সৌমিত্র-র। এই নিয়ে কোনওদিনই কারও কাছে কিছু বলেননি, দাবি সৌমিত্রর। সুজাতা বিয়ের পর শ্বশুরবাড়ি থাকতেন না, দাবি করেছেন সৌমিত্র। এই নিয়ে তাঁর ও পরিবারের কোনও আপত্তি ছিল না, বললেন সৌমিত্র। কেন তবে তৃণমূলে সুজাতা, কান্না ভরা কণ্ঠে প্রশ্ন করলেন সৌমিত্র খাঁ।