তৃণমূল নেতাদেরই ঘরছাড়া করা হবে, মমতা- শুভেন্দুকে হঁশিয়ারি বিজেপি সাংসদের, দেখুন ভিডিও

  • শনিবার তৃণমূল- বিজেপি সংঘর্ষ বাঁধে বাঁকুড়ার পাত্রসায়রে
  • শুভেন্দু অধিকারীর  মিছিল চলাকালীন গণ্ডগোল
  • পুলিশের গুলিতে তিন জনের আহত হওয়ার অভিযোগ
  • ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিষ্ণুপুরের সাংসদ
/ Updated: Jun 23 2019, 03:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার তৃণমূল নেতাদেরও ঘরছাড়া করার হুমকি দিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর হুমকি, বাঁকুড়ায় পুলিশের সাহায্যে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার বন্ধ না হলে এবার পাল্টা তৃণমূল নেতাদের ঘরছাড়া করতে শুরু করবে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাঁকুড়ার পাত্রসায়রে শনিবার রাতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিষ্ণপুরের সাংসদ। 

শনিবার রাতে বাঁকুড়ার পাত্রসায়রে শুভেন্দু অধিকারীর মিছিল চলার সময়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। পুলিশের গুলিতে এক ছাত্র-সহ তিন জন গুলিবিদ্ধ হন। পুলিশের পাল্টা অভিযোগ, বিজেপি ছোড়া ইটে চার পুলিশকর্মীও আহত হয়েছেন। বিজেপি সাংসদের অভিযোগ, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছেন। পাত্রসায়রেও মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ পাত্রসায়রে গুলি চালিয়েছে। মমতা  উপর থেকে এক রকম কথা বলেন, ভিতরে থেকে অন্যরকম। উনি ভাবছেন হত্যালীলা চালালে মানুষ ভয় পেয়ে আবার তাঁকে ফিরিয়ে আনবেন।' মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও সতর্ক করে তিনি বলেন, বাঁকুড়াকে যেন নন্দীগ্রাম বানানোর চেষ্টা না করা হয়। প্রসঙ্গত, তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে এবারের নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন সৌমিত্র খাঁ।