School students: ভিন রাজ্যে পাড়ি দেওয়া স্কুল ছুটদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ

করোনা আবহ কিছুটা কাটিয়ে খুলছে স্কুল কলেজ। স্কুল খুললেও অনেক পড়ুয়াই স্কুলের ব্যাগ ছেড়ে পাড়ি দিয়েছে  ভিনরাজ্যের শ্রমিকের কাজ নিয়ে । লকডাউন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সংসারের হাল ফেরাতে স্কুল পড়ুয়ারা বেছে নিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ। 
 

/ Updated: Dec 11 2021, 06:53 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আবহ কিছুটা কাটিয়ে খুলছে স্কুল এবং কলেজ। ২০ মাস পরে খুলেছে স্কুলে এবং কলেজ। স্কুল খুললেও অনেক পড়ুয়াই স্কুলের ব্যাগ ছেড়ে পাড়ি দিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ নিয়ে। লকডাউন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সংসারের হাল ফেরাতে স্কুল পড়ুয়ারা বেছে নিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ। স্কুল খুললেও দেখা নেই ওদের। লকডাউনে যারা অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তারাই এই পথ বেছে নিতে বাধ্য হন বলে জানান পড়ুয়াদের পরিবারের সদস্যরাই। কেউ পারি দিয়েছে দিল্লিতে, কেউবা হরিয়ানা কেউবা গিয়েছে চেন্নাই ব্যাঙ্গালোরে। রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রামের নবম এবং দশম শ্রেণীর প্রায় কয়েকশো পড়ুয়া এখন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছে। সেই সব পড়ুয়াদেরই স্কুলমুখী করতে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট স্কুলের।শুধু ড্রপাউটের সংখ্যাই নয়, এই পরিস্থিতিতে বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও।