ইদের স্পেশাল মেনু- দুয়ারে বিরিয়ানি-চিকেন চাপ, খরচ পড়বে মাত্র ৪২৫ টাকা

৩ মে পবিত্র ইদ উৎসব। সোমবার সন্ধ্যা থেকেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে যাবে । সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ঘরে বসে পেয়ে যাবেন ইদের সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফৎ মিলবে ইদের বিরিয়ানি। 

/ Updated: May 02 2022, 04:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, মাত্র ৪২৫ টাকা খরচ করলেই মিলবে সুস্বাদু ডিনার। দুর্গাপুজোর ভোগ থেকে দীপাবলি বা ভাইফোঁটার থালি। রথ উৎসবে পুরির মতো ভোগের থালি থেকে নববর্ষের দিন কঁচিপাঠার মাংসের ঝোল। সব ধরণের মানুষের জন্য ভিন্নস্বাদের খাবারের আয়োজন করে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্ত কমপ্রিহেনসিভ এরিয়া ডেভোলপমেন্ট কর্পোরেশন। এক্ষেত্রে প্রতিটি ডিনার প্যাকেটের মূল্য রাখা হয়েছে, ৪২৫ টাকা। অনলাইনে কিংবা ক্য়াশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  ৩ মে পবিত্র ইদ উৎসব। সোমবার সন্ধ্যা থেকেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে যাবে । সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ঘরে বসে পেয়ে যাবেন ইদের সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফৎ মিলবে ইদের বিরিয়ানি। হোয়াটস অ্যাপ নাম্বার গুলি হল, ৮১ ৭৯৮৮ ৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ এবং ৯১৬৩১২৩৫৫৬। প্রসঙ্গত, আগামীকাল ৩ মে পবিত্র ইদ উৎসব। সোমবার সন্ধ্যা থেকেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে যাবে, সেই উপলক্ষে রবিবার থেকে বুধবার পর্যন্ত কম খরচে সুস্বাদু নৈশভোজের আয়োজন করেছে রাজ্যের  পঞ্চায়েত দফতর।