আজও সজল চোখে খেয়াল পড়ে তাঁর কথা, কেমন আছে শহিদ গঙ্গাধরের পরিবার

  • ১৮ সেপ্টেম্বর, ২০১৬ সালে ঘটেছিল উরি হামলা
  • সেই আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ১৯ জন
  • শহিদদের ভিড়ে ছিল হাওড়ার গঙ্গাধরের নামও
  • এখন কেমন করে কাটছে গঙ্গাধরের পরিবারের দিন
/ Updated: Aug 15 2019, 02:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বছর আসে, বছর যায়। দেখেতে দেখতে প্রায় তিন বছর হয়ে এল উরি হামলার। কিন্তু, ছেলের কথা ভাবলেই এখনও শিখা দলুই-এর চোখে জল ভীড় করে আসে। অনেক কষ্ঠে নিজের দুঃখ-কে চেপে রাখেন। বিশেষ করে যখন ভাবেন আরও অনেকের ছেলেও তো সীমান্তে রয়েছে জওয়ান হিসাবে, তখন কিছুটা হলেও নিজেকে সামলে নেন তিনি। হাওড়ার যমুনা বালিয়ার বাসিন্দা গঙ্গাধর দলুই ২০ পার হতে না হতেই ভর্তি হয়ে গিয়েছিল সেনাবাহিনী-তে। উরি হামলার দিন কয়েক আগে তাঁর পোস্টিং হয় কাশ্মীরে। তাই ছেলের শহিদ হওয়ার সরকারি বার্তা-কে বিশ্বাস করতে পারেননি গঙ্গাধরের বাবা ওঙ্কার দলুই।