অসুস্থ অনুব্রত মণ্ডল, মঙ্গল কামনায় চলল হোম-যজ্ঞ

বুধবার সকাল থেকেই নাকি গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল। এদিন এসএসকেএমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। তাঁর বুকের সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অনুব্রত মঙ্গল কামনায় তৃণমূলের পক্ষ থেকে হোম-যজ্ঞ।

Share this Video

বুধবার সকাল থেকেই নাকি গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল। এদিন এসএসকেএমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। তাঁর বুকের সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অনুব্রত মঙ্গল কামনায় তৃণমূলের পক্ষ থেকে হোম-যজ্ঞ। দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে হোম-যজ্ঞ হয়। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি। এছাড়াও এদিন সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিন সিবিআই গরুপাচার কাণ্ডের তদন্তের জন্য ডেকে পাঠিয়েছিল তাঁকে। তবে সেখানে না গিয়ে সোজা হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আরও একবার একই ঘটনা ঘটল। এই নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। জেরার মুখে তাঁকে যাতে পড়তে না হয় সেই কারণেই কি তিনি এমনটা করছেন, এই নিয়েই উঠছে প্রশ্ন। তবে তাঁর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণেই পুজো শুরু করেন তাঁর অনুগামীরা, সেখানে হোম-যজ্ঞও হয়। 

Related Video