Jagadhatri Puja 2021: করোনার কথা মাথায় রেখে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কড়াকড়ি

করোনা (Corona) আবহের মাঝেই দুর্গা পুজো কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)। করোনার কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজোতেও বহাল থাকছে নাইট কারফিউ। কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত চলবে নাইট কারফিউ, এদিন এমনটাই জানালেন চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন চন্দননগর পুলিশ কমিশনার। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ (Night curfew) থাকবে চন্দননগরে। করোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানাচ্ছে প্রশাসন। ভিড়ে যাতে শিশুরা হারিয়ে না যায় তাই শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যাচ। ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ টি সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চন্দননগর। ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সেখানে চলবে নো এন্ট্র। দুপুর ২ থেকে পরেরদিন ভোর পাঁচটা পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি থাকবে।

/ Updated: Nov 10 2021, 08:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা (Corona) আবহের মাঝেই দুর্গা পুজো কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)। করোনার কথা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজোতেও বহাল থাকছে নাইট কারফিউ। কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত চলবে নাইট কারফিউ, এদিন এমনটাই জানালেন চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন চন্দননগর পুলিশ কমিশনার। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ (Night curfew) থাকবে চন্দননগরে। করোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানাচ্ছে প্রশাসন। ভিড়ে যাতে শিশুরা হারিয়ে না যায় তাই শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যাচ। ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে মোট ৩০০ টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ টি সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গোটা চন্দননগর। ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সেখানে চলবে নো এন্ট্র। দুপুর ২ থেকে পরেরদিন ভোর পাঁচটা পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি থাকবে।