Singur Farm protest: 'শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হবে', কিষাণ মোর্চার ধর্না মঞ্চ থেকে বললেন সুকান্ত

তিন দিন ব্যাপী ছিল কিষাণ মোর্চার ধর্না কর্মসূচি। বৃহস্পতিবার ছিল ধর্না কর্মসূচির শেষ দিন। এদিনই নবান্ন অভিযানের ডাক দিলেন  সুকান্ত মজুমদার। 'শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হবে', এও বলতে শোনা যায় তাঁকে।

/ Updated: Dec 17 2021, 12:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপির কিষাণ মোর্চার তিনদিন ব্যাপী কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনেও শুভেন্দুই ছিলেন এই মঞ্চের প্রধান আকর্ষণ। এই মঞ্চ থেকেই আগামী দিনের কিষাণ আন্দোলনের পটরেখা তৈরি করে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামী দিনে কিষাণ মোর্চার নেতৃত্বে নবান্ন অভিযান হতে চলেছে বলেও তিনি ইঙ্গিত দেন। শুভেন্দু এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'ভাববেন না যে এখানেই এই আন্দোলন শেষ হয়ে গেল। আমরা গ্রামের মানুষ। জমিতে বীজ পোঁতার আগে লাঙ্গল দিয়ে প্রথমে জমিটা চেরা হয়। গ্রাম্যভাষায় তাকে বলে আগুয়াচিরা। আর এই তিনদিনের আন্দোলন আসলে আগুয়াচিরা হলো। এবারে আমরা বীজ ছড়াবো তার সঙ্গে জল দেব। চারা তৈরি হবে। চারার আশপাশে ঘাস আবর্জনা মুক্ত করবো প্রয়োজনে কীটনাশক দেব। তবেই তো ফল ফলবে। সেটাই আমরা এখানে করলাম।' অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, 'শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হবে', বলেন সুকান্ত।

Read more Articles on