'আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলেন মুখ্যমন্ত্রী', সিঙ্গুরে গিয়ে মমতাকে খোঁচা সুকান্তর

বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের প্রথম দিনে সিঙ্গুরে সুকান্ত মজুমদার। সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদার-এর। এক বছরের মধ্যে সিঙ্গুরে শিল্প করে দেখাব, বললেন সুকান্ত। 'আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলেন মুখ্যমন্ত্রী', দাবি সুকান্ত-র।

/ Updated: Apr 20 2022, 07:25 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের প্রথম দিনে সিঙ্গুরে সুকান্ত মজুমদার। সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদার-এর। এক বছরের মধ্যে সিঙ্গুরে শিল্প করে দেখাব, বললেন সুকান্ত। 'আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলেন মুখ্যমন্ত্রী', দাবি সুকান্ত-র। 'সিঙ্গুরে কাশফুলের শিল্প হবে বলেছিলেন তা এখনও হয়নি'। 'তৃণমলের দাদাগিরি যতদিন না বন্ধ হবে ততদিন রাজ্যে শিল্প হবেনা'। 'দেউচা পাচামিকে কয়লা লুঠের ব্যবস্থা হচ্ছে', বললেন সুকান্ত। দেউচা পাচামিত পাথর কয়লা লুটের কারবার হবে বলেই জানিয়েছেন তিনি। কয়লার অনেক গুলো স্তরে পাথর আছে, তৃণমূল নেতাদের সেই পাথর হল টার্গেট। আদিবাসীদের উৎখাত করে এই পাথর ব্যবসা করে সেই সব পান্ডাদের হাতে জমি গুলোকে তুলে দেওয়া হবে বলেই দাবি তাঁর। তিনি আরও বলেন, 'শিল্প না হওয়ার জন্য সিঙ্গুর একটা অন্যতম কারণ। টাটা হল ভারতবর্ষের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। সিপিএম এক সময় মানুষকে বুঝিয়েছিল টাটা বিড়লাদের গালি দেওয়া। এখন সবাই জানে টাটা কোম্পানী শুধু লাভজনক সংস্থা নয়, তাদের লভ্যাংশের একটা বড় অংশ মানুষের সেবায় খরচ করে।'