তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে মুসলিম তোষণের রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, ''দোল শুক্রবার পড়ায় মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি রঙ খেলা শেষ করার নির্দেশ দিয়েছেন।
শাসকদল রাজ্যের অভ্যন্তরে ঘটা নারী নিগ্রোহের ঘটনা দেখতে পাননা বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মালদা, কোচবিহার, পাঁচলা-সহ একাধিক রাজ্যের অভ্যন্তরীন বিষয় সংসদে তোলার কথাও বলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
মোদী শাসনের ৯ বছরের 'রিপোর্ট কার্ড তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গতকালই সুকান্তর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, শনিবার সন্ধেয় তড়িঘড়ি ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
'তৃণমূল বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছে', পুরভোটের দোরগড়ায় গুরুতর অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর সিকদারের হয়ে নবপল্লি এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি।