Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী ভাবছেন প্রধানমন্ত্রী হবেন', কটাক্ষ শুভেন্দুর
নন্দীগ্রামের গ্রামে গ্রামে তৈরি হবে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি ঘোষণা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির মাঠে ধিক্কার সভায় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৫ ডিসেম্বর থেকে চার দিন নন্দীগ্রামের গ্রাম গুলিতে গ্রাম চলো অভিযানের মধ্য দিয়ে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে।
নন্দীগ্রামের (Nandigram) গ্রামে গ্রামে তৈরি হবে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি, ঘোষণা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির মাঠে ধিক্কার সভায় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৫ ডিসেম্বর থেকে চার দিন নন্দীগ্রামের গ্রাম গুলিতে গ্রাম চলো অভিযানের মধ্য দিয়ে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে। পুলিশ গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। প্রসঙ্গত, ২৬ নভেম্বর হরিপুরের কিষাণ মান্ডিতে স্থানীয়দের গন ডেপুটেশন দেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। এরপর পুলিশ বিজেপি নেতা মেঘনাথ পাল সহ সাতজনকে গ্রেফতার করে, তারই প্রতিবাদে এই ধিক্কার সভা। মুখ্যমন্ত্রীর মুম্বই সফর নিয়েও একাধিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। 'মুখ্যমন্ত্রী ভাবছেন প্রধানমন্ত্রী হবেন', এদিন এমনটাও বলতে শোনা যায় শুভেন্দুকে।