মমতা আপনি দ্বিতীয় হবেন বিজেপি প্রথম হবে, কটাক্ষ শুভেন্দুর
- আমাকে বিশ্বাসঘাতক বলছে, বললেন শুভেন্দু
- এর পরে তৃণমূলকে নিয়ে নানান মন্তব্য
- তৃণমূলের জন্য কাঁথিতে লড়েছিলেন বলেও জানালেন তিনি
- সে বছর তৃণমূল দ্বিতীয় হয়েছিল
- এই বছরও দ্বিতীয় হবে তৃণমূল, প্রথম হতে পারবে না
সকলের জল্পনা সত্যি করেই শুভেন্দু অধিকারী যোগ দিলেন বিজেপিতে। শনিবার মেদিনীপুরের সভায় তাঁকে দেখা গেল বিজেপির পতাকা হাতে। সেখানেই অমিত শাহ -র হাত ধরে তিনি বিজোপিতে পা রাখলেন। আর সেই মঞ্চেই একধিক কথা বলতে শোনা গেল তাঁকে। সেখানেই অমিত শাহকে নিজের বড় ভাই বলতেও ছাড়লেন না তিনি। এছাড়াও আরও নানান মন্তব্য উঠে এল তাঁর কথায়। সেখানেই তৃণমূলকে কটাক্ষ তাঁর। রীতিমতন অভিযোগ তুললেন তৃণমূলের ওপর। বললেন, করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় তৃণমূল তাঁর খবর নেয়নি, খবর নিয়েছে বিজেপি। বললেন অমিত জি দু'বার তাঁর খবর নিয়েছেন। সবাই আমায় ডেকেছে দলে, আমি সবার কথা রাখতে পেরেছি। সেই সঙ্গেই দলের নেতা নেত্রীদের নিয়েও নানান কথা বললেন তিনি, করলেন তাঁদের প্রশংসাও। সেই সঙ্গেই তিনি জানান, পার্টি যা বলবে তাই করব। পার্টি বললে, দেওয়াল লিখনও করতে পারি আবার পতাকাও লাগাতে পারি। এমন কথাও বলতে শোনাগেল শুভন্দুকে। বললেন ছাত্র রাজনীতি থেকে উঠতে উঠতে এখানে এসেছি। সিড়ি দিয়ে উঠতে উঠতে এখানে এসেছি, বললেন শুভেন্দু। তাঁর কথায় উঠে এল তৃণমূলের বিরুদ্ধে তাঁর ক্ষোভ। তিনি বললেন এক সময় বিজেপি হঠাও শ্লোগান দিয়েছিলাম, তৃণমূলের হয়ে কাজ করার সময় এই শ্লোগান দিয়েছিলেন। দলের প্রতি সততার থেকেই এই শ্লোগান দিয়েছিলেন তিনি, এমনটাই জানান সেখানে। তবে এখন তিনি তোলাবাজ ভাইপো-কে হঠাও, এই কথা বললবেন বলে জানিয়েছেন।