Asianet News BanglaAsianet News Bangla

Suvendu Adhikari‐ 'তদন্তের দরকার নেই, তিস্তার মৃত্যু দুর্ঘটনা', বললেন শুভেন্দু

Oct 28, 2021, 9:51 PM IST

দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস। কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ছিলেন তিনি। জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় ঘটে এই ঘটনা। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত্যুর তদন্তের দাবিও জানিয়েছে বিজেপি। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকের একটি অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখানে গিয়েই এই বিষয় নিয়ে একাধিক কথা বলেন তিনি। নিমতৌড়ির ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারি বলেন, এটা কমপ্লিট অ্যাক্সিডেন্ট। এই ঘটনার তদন্তের দরকার নেই বলেই তিনি জানান। সেই সঙ্গেই তিনি বলেন, 'তবে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে এটা ঠিক নয়।' সিভিক ভলেন্টিয়ারদের উপযুক্ত ট্রেনিং দিয়ে কাজে লাগানোর কথা এদিন বলেন তিনি। পাশাপাশি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে তিনি শোকাহত সেই কথাও জানান।

Video Top Stories