শিক্ষিকাকে চড়, হামলা প্রতিবেশীর, দেখুন নদিয়ার ভাইরাল ভিডিও

  • নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা
  • শিক্ষিকার উপরে প্রতিবেশীর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিবাদের জেরে নিগ্রহ
  • শিক্ষিকার বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ

Share this Video


বাড়ির সামনের রাস্তায় কাজ করানো নিয়ে বিবাদ। আর তার জেরেই এক শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শিক্ষিকাকে চডড়ও মারা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর মাঝেরপাড়া এলাকায়। শিক্ষিকাকে নিগ্রহের ঘটনা ভাইরাল হতেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

শিক্ষিকার অভিযোগ, গত ৭ জুলাই বাড়ির সামনের জঙ্গল পরিষ্কারের জন্য একজন দিনমজুরকে কাজে লাগান তিনি। সেই সময় প্রতিবেশী ভগীরথ ঘোষের স্ত্রী ও মেয়ে সেই কাজে বাধা দেন। দু' তরফে বিবাদের মাঝখানেই প্রতিবেশী ভগীরথ ঘোষ এসে ওই শিক্ষিকা এবং তাঁর মেয়েকে মারধর করেন বলে অভিযোগ। পাল্টা অভিযুক্ত ব্যক্তির দাবি, ওই শিক্ষিকাই তাঁর স্ত্রী এবং মেয়েকে কটূক্তি করলে তিনি তাঁর প্রতিবাদ করেন। ভিডিওটির কাটছাঁট করে দেখানো হয়েছে বলেও তাঁর দাবি। এই ঘটনায় দু' পক্ষই কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই দু'টি পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছে।

Related Video