বাগডোগরার কমলা চা বাগানে হাড় হিম করা দৃশ্য! বৃষ্টির মধ্যে চা পাতার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে একটা চিতা
বৃষ্টির মধ্যে চা পাতার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে একটা চিতা, বাগডোগরার কমলা চা বাগানে এমনই হাড় হিম করা দৃশ্য ক্যামেরা বন্দী করা হয়
চা বাগানে হাড় হিম করা দৃশ্য দেখা গেল | বৃষ্টির মধ্যে চা পাতার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে একটা চিতা | প্রসঙ্গত চা বাগানে চিতা বাঘ প্রায়শই ঢুকে পড়ে | গরু, ছাগল, মুরগি মাঝে মধ্যে নিয়ে যায় বলে শোনা যায় | স্থানীয় বাসিন্দারা এই নিয়ে বনদফতরের কাছে অভিযোগ ও করে | তবে আজ এই দৃশ্য দেখে আতঙ্কিত চা বাগানের কর্মীরা