শুরু হচ্ছে না নিয়োগ, মন্ত্রীর বাড়িতেই ধর্নায় টেট উত্তীর্নরা, দেখুন ভিডিও

  • রাজ্যের মন্ত্রীর বাড়িতেই টেট বিক্ষোভ
  • মন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে ধর্নায় টেট উত্তীর্নরা
     
/ Updated: Nov 10 2019, 06:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চাকরির দাবিতে এবার খোদ রাজ্যের মন্ত্রীর বাড়িতে গিয়ে ধর্নায় বসলেন টেট উত্তীর্নরা। রবিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে যান টেট উত্তীর্ন পঞ্চাশ থেকে ষাটজন যুবক। এঁরা প্রত্যেকেই উর্দু ভাষায় শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন। অভিযোগ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও তাঁদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়নি। তৃণমূলের নেতা, মন্ত্রীরা বার বার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। রিজুয়ান আলম রিয়াজ নামে এক আন্দোলনকারী অভিযোগ করেন, পরিবহণ এবং সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীও পুজোর আগেই তাঁদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তার পরেও বার বার করে নানা অজুহাতে তাঁদের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। 

এ দিন সকালেই মন্ত্রী গোলাম রব্বানির কাছে এলে তিনিও চাকরিপ্রার্থীদের কোনও আশ্বাসই দিতে পারেননি বলে অভিযোগ। এর পরেই মন্ত্রীর বাড়িতে ধর্নায় বসেন ওই আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, সমস্য়া না মিটলে এর পরে তাঁরা আমরণ অনশন শুরু করবেন। জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক সুরজিৎ সেন অভিযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে তৃণমূল নেতারা এই টেট উত্তীর্নদের থেকে মোটা কাটমানি নিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানির কোনও প্রতিক্রিয়া মেলেনি।