একমাসে ১৯ জন বিজেপি কর্মী খুন, এবার তার প্রতিবাদেই থানার সামনে বিজেপির বিক্ষোভ

  • একের পর এক খুন হচ্ছে বিজেপি নেতা
  • এবার তার প্রতিবাদেই থানার সামনে বিক্ষোভ বিজেপির
  • সেই সঙ্গেই আঙুল উঠেছে পুলিশের দিকেও
  • এক নজরে দেখে নিন বিক্ষোভের সময়ের ভিডিও

/ Updated: Nov 02 2020, 04:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলায় একের পর এক বিজেপি নেতা খুন হচ্ছে। কিছু দিন আগে সেই নিয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমেছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু। সোমবার দিন আবারও এই নিয়েই বিক্ষোভ করলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের হত্যা এবং তাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই বিভিন্ন জায়গায় অত্যাচার করছে বিজেপি কর্মীদের উপর, কেবল তাই নয় হত্যা করা হচ্ছে বিজেপি কর্মীদের। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে বিজেপির সদস্যরা। একইসঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন। তাদের কথায়, পুলিশ তৃণমূল কংগ্রেসের দাসে পরিণত হয়েছে। আর সেই কারণেই রাজ্য জুড়ে বিভিন্ন থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তারা। বিধান নগরে উত্তর বিধান নগর থানার সামনে এই অবস্থানে বসেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানিয়েছেন, "গোটা দেশে কোথাও পশ্চিমবঙ্গের মত ঘটনা ঘটছে না। এখানে আইনের শাসন নেই। গত একমাসে ১৯ জন বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। প্রত্যক্ষভাবে পুলিশের মদত রয়েছে এর পিছনে। "