Primary Teacher Recruitment Case : আদালতের নির্দেশের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে CBI-র হানা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত থাকবে সিবিআই-এর হাতে। কলকাতা আদালত এই রায় দিতেই সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন আদালতের নির্দেশের পরই সিবিআই-এর একটি দল পৌঁছে যায় প্রাথমিক শিক্ষা পর্যদরের অফিসে। শুরু হয় তল্লাশি। সূত্রের খবর টেট নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই  পর্ষদের অফিসে হানা দেয় সিবিআই। প্রয়োজনীয় নথিও সংগ্রহ করবে তারা। 

/ Updated: Sep 02 2022, 07:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এপ্রসঙ্গে উল্লেখ্য টেট নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য় সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেখানেই সিঙ্গেল বেঞ্চের রায় বহালল থাকে। যার অর্থ কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতির মতই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তও আদালতের তত্ত্বাবধানে চলবে।  কার্যত এই রায় আবারও অস্বস্তি বাড়াল রাজ্য সরকারের।