‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, বুধবার হবে মন্ত্রিসভার রদবদল

‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), রাণাঘাট (নদিয়া), বিষ্ণুপুর (বাঁকুড়া), বহরমপুর, কান্দি। জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।

/ Updated: Aug 01 2022, 03:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), রাণাঘাট (নদিয়া), বিষ্ণুপুর (বাঁকুড়া), বহরমপুর, কান্দি। জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।