‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, বুধবার হবে মন্ত্রিসভার রদবদল
‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), রাণাঘাট (নদিয়া), বিষ্ণুপুর (বাঁকুড়া), বহরমপুর, কান্দি। জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।
‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), রাণাঘাট (নদিয়া), বিষ্ণুপুর (বাঁকুড়া), বহরমপুর, কান্দি। জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণ, পার্থ চট্টোপাধ্যায় জেলে, তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।