ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী জানাল আলিপুর আবহাওয়া দফতার, দেখে নিন
- ২২ মে নর্থ আন্দামান সমুদ্রে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নীম্নচাপ তৈরি হচ্ছে
- পরে এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভবনা থাকছে
- সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে
- ১৯,২০ এবং ২১ মে বৃষ্টির সম্ভবনা থাকছে জেলাগুলিতে
- আর কী জানাল আলিপুর আবহাওয়া দফতর, দেখে নিন
আগামী ২২ শে মে নর্থ আন্দামান সমুদ্রে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরে এটি শক্তি বাড়িয়ে ২৩তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৬ তারিখ এই ঘূর্ণি ঝড় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে যাবে। 2৬ তারিখ সন্ধ্যেবেলা এই ঝড় উপকূলে প্রবেশ করবে। পশ্চিমবঙ্গের উপকূলের সমস্ত মৎস্যজীবীদের ২৪ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যারা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন তাদেরকে ২৩ তারিখের মধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ তারিখ সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২৫ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভবনা থাকছে।