Asianet News BanglaAsianet News Bangla

জলোচ্ছ্বাসে ভয়াবহ পরিস্থিতি মৌসুনিতে, এলাকার মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক

Sep 7, 2021, 6:09 PM IST

নিম্নাচাপ এবং কোটালে মৌসুনিতে প্রবল জলচ্ছ্বাস।  প্রবল জলচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি। একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করে। এলাকার মানুষদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মুড়িগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের মুড়িগঙ্গা গ্রামে এখন এমনই পরিস্থিতি।