Bank Fraud Call : OTP বলতেই গায়েব ৫১ হাজার টাকা! প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন গাড়ি চালক
OTP বলতেই গায়েব ৫১ হাজার টাকা! প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন গাড়ি চালক। তার একাউন্ট থেকে নিমিষে গায়েব সম্পূর্ণ টাকা। উত্তর ২৪ পরগনার বারাসতের মলয় অধিকারি খোয়ালেন তার সঞ্চিত টাকা। বার বার বিভিন্ন ব্যাঙ্কের তরফে সতর্কবার্তা জারি করার পরও প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন গ্রাহকরা। Bank KYC-র নামে ভুয়ো কল আসে তার ফোনে, এরপর OTP বলতেই সব টাকা গায়েব তার। বারাসত সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
OTP বলতেই গায়েব ৫১ হাজার টাকা! প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন গাড়ি চালক। তার একাউন্ট থেকে নিমিষে গায়েব সম্পূর্ণ টাকা। উত্তর ২৪ পরগনার বারাসতের মলয় অধিকারি খোয়ালেন তার সঞ্চিত টাকা। বার বার বিভিন্ন ব্যাঙ্কের তরফে সতর্কবার্তা জারি করার পরও প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন গ্রাহকরা। Bank KYC-র নামে ভুয়ো কল আসে তার ফোনে, এরপর OTP বলতেই সব টাকা গায়েব তার। বারাসত সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।