প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা আত্মসাৎ, অভিযোগের তির তৃণমূল নেতার দিকে
এবার তৃণমূল নেতা তথা বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত মাহাতোর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দিন কয়েক আগে নাম উঠে এসেছে বাগদার বাসিন্দা চন্দন মন্ডলের | তারপরই বনগাঁর বাসিন্দা এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে স্কুলে চাকরি দেওয়া এবং স্কুল থেকে বদলির নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়ায় |এবার তৃণমূল নেতা তথা বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত মাহাতোর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ| অভিযোগ জানায় শিমুলতলার এক বাসিন্দা প্রশান্ত কুণ্ডু | তার অভিযোগ ২০২১ সালে তার মেয়েকে প্রাইমারি স্কুলে চাকরি দেয়ার নাম করে ছয় লক্ষ টাকা নিয়েছিল সুকান্ত বাবুচাকরি না মেলায় তারা টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে সুকান্ত মাহাতো | টাকা আদায় ও সুকান্তবাবুর শাস্তির দাবিতে থানার দারস্ত হয়েছেন প্রশান্ত কুন্ডু