নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম রিমো সাহা, ট্রেন থেকে নামতেই পেলেন উষ্ণ অভ্যার্থনা
স্বপ্নপূরণের পথে সব বাধাই যে তুচ্ছ তা আবারও প্রমান করলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা, ইউরোপের নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা, হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই পেলেন সালকিয়াবাসীর উষ্ণ অভ্যার্থনা |
স্বপ্নপূরণের পথে সব বাধাই যে তুচ্ছ তা আবারও প্রমান করলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা, ইউরোপের নর্থ চ্যানেল জয় করে ঘরে ফিরলেন বিশেষভাবে সক্ষম সালকিয়ার রিমো সাহা, হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই পেলেন সালকিয়াবাসীর উষ্ণ অভ্যার্থনা | রিমো জানান এভাবে অভ্যার্থনা পাবেন আশা করেন নি | হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রিমো | যদিও পুরো কৃতিত্বটাই বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেন |