Kalimpong snowfall: মরসুমের প্রথম তুষারপাত, কালিম্পংয়ে গিয়ে উপরি পাওনা পর্যটকদের

তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে এদিন দুপুরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই শুরু হয় তুষারপাত।

/ Updated: Dec 23 2021, 12:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শীতকালে অনেকেই বরফ দেখতে পাহাড়ে ছুটে যান। আর এই শীতের মাঝেই এবার তুষারপাত পাহাড়ে। মরসুমের প্রথম তুষারপাত হল কালিম্পংয়ে। বুধবার দুপুরে আচমকা কালিম্পং সদর থেকে ২২ কিলোমিটার দূরে রিশপে এদিন দুপুরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পরেই সেখানে শুরু হয় তুষারপাত। আর তুষারপাত শুরু হতেই দারুণ খুশির আমেজ কালিম্পংয়ে। প্রতি বছর মোটামুটি ডিসেম্বরের শেষে তুষারপাত হয় কালিম্পংয়ে। কিন্তু এই বছর বড়দিনের আগেই তুষারপাত হল সেখানে। রিশপে সেই সময় ছিল পর্যটক ঠাসা। তুষারপাত দেখে খুশিতে ভাসনে সেখানকার পর্যটকরা। রিশপে তুষারপাত হলেও কালিম্পংয়ে রোদ ঝলমলে আবহাওয়া ছিল। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস। বছরের প্রথম তুষারপাতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনমহল। মরসুমের প্রথম তুষারপাত, কালিম্পংয়ে ঘুরতে গিয়ে উপরি পাওনা পর্যটকদের।