Asianet News BanglaAsianet News Bangla

৩ বছর পর ফের একই ঘটনা, ভাঙল দুর্গাপুর ব্যারাজের লকগেট

Oct 31, 2020, 6:15 PM IST

তিন বছর কাটতে না কাটতেই আবারও লকগেট ভেঙে বিপত্তি দুর্গাপুর ব্যারাজে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৩১ নম্বর লকগেট ভেঙে জল বার হতে শুরু করে দুর্গাপুর ব্যারাজের। আগে ২৪ নভেম্বর ২০১৭ সালে এখানকার লকগেট ভেঙে যায়। সেই সময় সেখানকার ১ নম্বর লকগেট ভেঙে যায়। খবর পেয়ে সকালেই ব্যারাজ পরিদর্শনে যান পরিদর্শনে যান মেয়র দিলীপ অগস্তি, বিধায়ক সন্তোষ দেবরায়, বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ৪ নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পরিদর্শনে পশ্চিম বর্ধমান জেলা শাসক পুর্ণেন্দু মাজি যান সেখানে। আগের বার লক গেট ভেঙে যাওয়ায় ব্যারাজকে জলশূন্য করে দিন চার পরে লকগেট সংস্কার করা হয়েছিল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল সেখানকার মানুষদের। এবারও দেখা দিতে পারে জল সংকট। শিল্পের জন্য জল সরবরাহ হয় এই দামোদর থেকেই। 
তবে ইতিমধ্যেই পাঁচটি লকগেট দিয়ে জল বের করানো হচ্ছে। আজ সন্ধ্যার পরেই সংস্কারের কাজ শুরু বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি অবশ্য জানিয়েছেন এর ফলে পানীয় জলের কোন সংকট দেখা দেবে না আর তার ব্যবস্থাই করা হচ্ছে।
 

Video Top Stories