প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টরের পরিবারের হাতে রাজ্যপাল তুলে দিলেন ১১ লক্ষ টাকা
রবিবার সকালে প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্রে হৃয়পুরের বাড়িতে এলেন রাজ্যপাল | বারাসাতে হৃদয়পুরে নিপিন ঘোষ সারণির বাসিন্দা কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্র প্রয়াত হন গত ৮ জুন
রবিবার সকালে প্রয়াত কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্রে হৃয়পুরের বাড়িতে এলেন রাজ্যপাল | বারাসাতে হৃদয়পুরে নিপিন ঘোষ সারণির বাসিন্দা কলকাতা পুলিশের ইন্সপেক্টর অগ্নি মিত্র প্রয়াত হন গত ৮ জুনব্রেন টিউমার হয়ে | দীর্ঘ দিন অসুস্থ হয়ে ছিলেন তিনি | সকাল ১০ টা নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার সস্ত্রীক নিহত পুলিশ কর্মীর বাড়িতে আসেন | পরিবারের হাতে 11 লক্ষ টাকার একটি চেক তুলে দেন রাজ্যপাল জাগদীপ ধনকার