Asianet News BanglaAsianet News Bangla

আইপিএল চক্রে জড়িত যুবককে খুন, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ

Oct 16, 2020, 1:22 PM IST

আবারও উঠে এল আইপিএল বেটিং চক্রের নাম। আইপিএল শুরুর পর থেকেই বারবার আইপিএল বেটিং চক্রের কথা উঠে আসছে। এবার খুন হতে হল আইপিএল চক্রে জড়িত এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার বালাগাছি এলাকায়। মৃত যুবকের নাম রাজিবুল শেখ। অভিযোগ, পেশায় ব্যবসায়ি রাজিবুল আইপিএল চক্রের সঙ্গে জড়িত ছিলেন। মৃতের পরিবার সূত্রে খবর, আইপিএলে টাকা হেরে গিয়ে প্রায় ১২-১৪লাখ টাকার দেনার কবলে পড়ে যায় রাজিবুল। তারপর স্থানিয় এলাকারই কয়েকজন মিলে তার কাছ থেকে টাকা ও তার জমি হাতিয়ে নেয়। এর পরেও শান্তি মেলেনি। ঘটনার দিন রাজিবুলকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এর পরেই বাড়ি থেকে কিছু দূরে গাছ থেকে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। পরিবারের অভিযোগ, ওই যুবককে স্থানীয় দুষ্কৃতীরা টাকা আদায়ের জন্য তুলে নিয়ে গিয়ে খুন করে আত্মহত্যা প্রমাণের জন্য গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।

Video Top Stories