বনধের মাঝে স্কুল খুলতে বাধা বাম নেতাদের, তাঁদের স্কুল থেকে বার করলেন খোদ প্রধান শিক্ষিকা
- বনধের মাঝেই শুক্রবার খুলেছে স্কুল
- বনধের মাঝে স্কুল খোলায় স্কুল বন্ধ করার চেষ্টা
- বাম নেতারা স্কুল বন্ধ করার চেষ্টা করেন
- তাতেই বাধা দেন স্কুলের প্রধান শিক্ষিকা
- স্কুল থেকে বার করে দেন বাম নেতাদের
দীর্ঘ প্রায় এক বছরের অপক্ষার পর অবশেষে ১২ ফেব্রুয়ারি থেকে খুলল স্কুল। ওই একই দিনে বনধের ডাক দেয় বামেরা। বৃহস্পতিবার নবান্ন অভিযানের ওপর পুলিশের লাঠিচার্যের প্রতিবাদেই ১২ ঘন্টার বনধ ডাকে বামেরা। স্বাভাবিক ভাবেই শিলিগুড়ি উচ্চবালিকা বিদ্যালয়ও খোলা হয় ওই দিন, বনধের মাঝে স্কুল খোলাতে আপত্তি দেখান বামপন্থীরা। স্কুল বন্ধ করার চেষ্টাও করেন তাঁরা। তাতেই বাধা দেন স্কুলের প্রধান শিক্ষিকা। বাম নেতাদের স্কুল থেকে বার করে দেন তিনি। পাশাপাশি তিনি জানান স্কুলটাও একটা মন্দির সেখানে কোনওরকম রাজনীতি তিনি হতে দেবেন না।