পুজোর আগে পাহাড়ে খুশির আমেজ, ফের চালু হল টয় ট্রেন

বুধবার থেকে ফের চালু হল টয় ট্রেন। পুরোদমে টয় ট্রেন পরিষেবা চালু হল পাহাড়ে। শিলিগুড়ি থেকে পাহাড়ে চলাচল শুরু করল টয় ট্রেন। এমনটাই জানালেন রেল কর্তারা। ট্রেনের পাশাপাশি শুরু হল পার্সেল পরিষেবাও। প্রায় দেড় বছর বন্ধ ছিল দার্জিলিং -এর হেরিটেজ। তবে টয় ট্রেন বেসরকারিকরণ নিয়ে মুখ খুলতে চাননি রেলের আধিকারিকরা। ফের টয় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া এখন পাহাড়ে। 

Share this Video

বুধবার থেকে ফের চালু হল টয় ট্রেন। পুরোদমে টয় ট্রেন পরিষেবা চালু হল পাহাড়ে। শিলিগুড়ি থেকে পাহাড়ে চলাচল শুরু করল টয় ট্রেন। এমনটাই জানালেন রেল কর্তারা। ট্রেনের পাশাপাশি শুরু হল পার্সেল পরিষেবাও। প্রায় দেড় বছর বন্ধ ছিল দার্জিলিং -এর হেরিটেজ। তবে টয় ট্রেন বেসরকারিকরণ নিয়ে মুখ খুলতে চাননি রেলের আধিকারিকরা। ফের টয় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া এখন পাহাড়ে।

Related Video