Malda incident: কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে ফেলে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে ফেলে পালানোর অভিযোগ। অভিযোগ উঠেছে গৃহবধূর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালেই মহিলাকে রেখে পালায় তাঁর স্বামী।
 

/ Updated: Dec 03 2021, 03:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালালো স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার এক বেসরকারি হাসপাতালে। অবশেষে ২২ দিন পর মালদা জেলা পুলিশের তৎপরতায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে নিয়ে যাওয়া হলো হোমে। জানা গিয়েছে ওই গৃহবধূর নাম পূজা মার্ডি (২১)। স্বামীর নাম সুরাজ বেসরা। পেশায় শ্রমিক। বাড়ি বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে প্রেম করে বিয়ে হয় তাদের। ১২ ই নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপরই গত ২২ দিন ধরে পরিবারের কোনো সদস্য তার সাথে দেখা করতে আসেনি। এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানেন, তারা পুত্র সন্তান চেয়েছিল কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে এই বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে। ঘটনা শুনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ২২ দিন ধরে তার চিকিৎসা করে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাকে মালদার হোমে রাখার ব্যবস্থা করেছে।