ঝালদার কাউন্সিলরকে শেষ শ্রদ্ধা অধীরের, মৃতদহ নিয়ে চলল মিছিল

 সোমবার দুপুরে রাঁচি থেকে তপন কান্দুর মৃতদেহ আসে ঝালদায়। কাউন্সিলরকে শেষ দেখা দেখতে ভিড় জমান সেকানকার মানুষ। ঝালদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান অধীর রঞ্জন চৌধুরী। শেষ শ্রদ্ধা জানান পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

/ Updated: Mar 14 2022, 08:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার দুপুরে রাঁচি থেকে তপন কান্দুর মৃতদেহ আসে ঝালদায় (Jhalda)। কাউন্সিলরকে শেষ দেখা দেখতে ভিড় জমান সেকানকার মানুষ। ঝালদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। শেষ শ্রদ্ধা জানান পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এরপর কাউন্সিলর তপন কান্দুর মৃতদেহ নিয়ে মিছিল করেন কংগ্রেসের কর্মীরা। মিছিলটি ঝালদা শহর পরিক্রমা করে। প্রসঙ্গত, রবিবার গুলিবিদ্ধ হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাঁচির একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই উঠছে নানান প্রশ্ন। এই ঘটনায় শাসক দলকেই দুষছেন মৃতের স্ত্রী। সোমবার রাঁচি থেকে তপন কান্দুর মৃতদেহ ঝালদায় পৌঁছনর পর মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।এরপর কংগ্রেসের উদ্যোগে তপন কান্দুর মৃতদেহ নিয়ে মিছিল হয়। মিছিল ঝালদা শহর পরিক্রমা করে।